‘বেঙ্গল টাইগার’ সাকিবকে শুভ জন্মদিন কলকাতার।

আইপিএলে এবারও কলকাতার হয়ে খেলবেন সাকিবছবি: টুইটার

 তাসকিন আহমেদ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এই দিনে একজন কিংবদন্তির জন্ম হয়েছিল।’

বাংলাদেশের ক্রিকেটে তিনি কিংবদন্তিই। আজ ২৪ মার্চ, সাকিব আল হাসানের জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েই তাসকিনের ওই পোস্ট।

 সাকিবের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছে তাঁর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর)। 

এক মৌসুম বিরতি দিয়ে আবারও আইপিএলে ফিরছেন সাকিব। কলকাতার ‘ঘরের ছেলে’ হয়ে ওঠা সাকিবকে কেকেআর নিজেদের ফেসবুক পেজে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলায় লিখেছে—‘শুভ জন্মদিন সাকিব! দারুণ একটা দিন কাটুক।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

নামাজ পড়া শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন রশিদ।

আর্জেন্টিনার উৎসবের ম্যাচে মেসির ৮০০তম গোল।