দাম বাড়ায় মিয়ানমারের ছোলা আমদানি করা হচ্ছে না


আর মাত্র একটা দিন পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রোজার মাস এলে কক্সবাজার অঞ্চলের সাধারণ মানুষের দৃষ্টি থাকে মিয়ানমারের ছোলার দিকে। মিয়ানমারের ছোলা দামে সস্তা ও গুণমানে ভালো। কিন্তু এবার রোজার মাসে মিয়ানমারের ছোলা আমদানি হচ্ছে না।

ব্যবসায়ীদের দাবি, মিয়ানমারে ছোলার দাম অনেক বেড়েছে। টেকনাফের কয়েকজন ব্যবসায়ী মিয়ানমারের আকিয়াব শহরে কয়েক শ মেট্রিক টন ছোলা কিনে ফেলে রেখেছেন। লোকসানের শঙ্কায় ছোলাগুলো টেকনাফ স্থলবন্দরে আনা যাচ্ছে না। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তারাও বলছেন, গত রমজান মাসজুড়ে মিয়ানমার থেকে এক হাজার মেট্রিক টনের বেশি ছোলা, পেঁয়াজ, আদা-রসুন আমদানি হলেও এবার আদা–রসুন ছাড়া ছোলা ও পেঁয়াজ রপ্তানিতে ভাটা পড়তে পারে।

আজ বুধবার স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বৈরী পরিবেশেও মিয়ানমার থেকে কাঠ, হিমায়িত মাছ, আদা-রসুন, আচার, মরিচবোঝাই কয়েকটি জাহাজ এলেও এক কেজি ছোলা আসেনি।

মন্তব্যসমূহ