সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি।
সৌদি আরবে আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। খবর আরব নিউজের
সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আজ সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে দেশটির কোনো অঞ্চল থেকে চাঁদ দেখার খবর পায়নি কর্তৃপক্ষ। তাই আগামী বৃহস্পতিবার পবিত্র রমজান শুরু হবে।
বাংলাদেশে আগামীকাল বুধবার পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন