পোস্টগুলি

মার্চ, ২০২৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

চাঁদ ও শুক্র গ্রহের বিরল দর্শন!

ছবি
 চাঁদের নিচে আলোকরেখার মতো ছোট এক বিন্দু। এ নিয়ে গতকাল সন্ধ্যা থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাতামাতি। এসংক্রান্ত ছবি সমানে শেয়ার করে চলেছে নেটিজেনরা। সঙ্গে জুড়ে দিচ্ছে নানা রকম মন্তব্য। কেউ কেউ বলছে, এটি কোনো তারকা। তবে জানা গেছে এর প্রকৃত রহস্য। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকস জানিয়েছে, বসন্তের আকাশে ধরা দেওয়া রহস্যময় এই আলোকরেখা আসলে শুক্র গ্রহ। এই মহাজাগতিক দৃশ্য অবশ্য খুবই বিরল। সৌরমণ্ডলের উজ্জ্বলতম গ্রহটি গতকাল শুক্রবার চলে আসে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের কাছাকাছি। নতুন অবস্থানের কারণেই মানুষের কাছে নতুনভাবে ধরা দেয় গ্রহটি। তবে সেটি আবার হারিয়ে যায় কয়েক মিনিটের মধ্যেই। গত ফেব্রুয়ারির শেষ সপ্তাহে চাঁদের সঙ্গে এক সারিতে দেখা গিয়েছিল শুক্র ও সৌরমণ্ডলের বৃহত্তম গ্রহ বৃহস্পতিকে। এবার চাঁদের তলায় চলে এলো শুক্র গ্রহ। মনে করিয়ে দিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সেই ‘হীরার আংটি’র কথা। গতকাল চাঁদের নিচে অবস্থানের পাশাপাশি কিছুক্ষণের জন্য চাঁদের আড়ালেও চলে গিয়েছিল গ্রহটি।  বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গে এই বিরল ‘মহাজাগতিক মিলন’ দেখার উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ইন্ডিয়ান ইনস্টিটিউট

পৃথিবীর কাছ দিয়ে ছুটে যাবে বিরাট গ্রহাণু।

ছবি
  আমাদের সৌরজগতের অধিকাংশ গ্রহাণু ও ধূমকেতু আকারে অনেক ছোটছবি: রয়টার্স পৃথিবী ও চাঁদের কক্ষপথের ভেতর দিয়ে শনিবার একটি গ্রহাণু ছুটে যাবে। গ্রহাণুটি একটি শহর পুরোপুরি ধ্বংস করে দিতে সক্ষম। তবে ভালো খবর হলো, এটি পৃথিবী বা চাঁদ—কোনোটিতেই আঘাত হানবে না। বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ‘২০২৩ ডিজেড২’। এটির ব্যাস ৪০ থেকে ৯০ মিটারের মধ্যে। এই আকৃতির একটি গ্রহাণু পৃথিবীর এত কাছাকাছি আসার ঘটনা বেশ বিরল। মাসখানেক আগে সেটি বিজ্ঞানীদের চোখে পড়ে। বিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রহাণুটি শনিবার চাঁদের ৫ লাখ ১৫ হাজার কিলোমিটারের মধ্য দিয়ে ছুটে যাবে। এর কয়েক ঘণ্টা পরে সেটি ৬৮ হাজার কিলোমিটার দূর থেকে পৃথিবীকে অতিক্রম করবে। এই স্বল্প দূরত্বের কারণে পুরো পৃথিবী থেকে বাইনোকুলার ও ছোটো টেলিস্কোপ দিয়ে গ্রহাণুটি দেখা যাবে।   যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা বলছে, গ্রহাণু সম্পর্কে জ্ঞান বাড়াতে জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি বড় একটি সুযোগ। আর ইউরোপিয়ান স্পেস এজেন্সির প্ল্যানেটারি ডিফেন্সের প্রধান রিচার্ড মইসলের ভাষ্যমতে, গ্রহাণুটি পৃথিবীতে আঘাত না হানলেও পৃথিবীর কাছাকাছি আসার কারণে সেটি পর্যবেক্ষণের

নামাজ পড়া শেষে অটোরিকশা না পেয়ে কাঁদছেন রশিদ।

ছবি
 গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে অটোরিকশা হারালেন আব্দুর রশিদ। বৃহস্পতিবার (২৩ মার্চ) মাওনা চৌরাস্তা পুকুর পাড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নামাজ পড়া শেষ করে বাইরে এসে অটোরিকশা না দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ওই রিকশা চালক। আব্দুর রশিদ জানান, দুর্ঘটনায় এক পা হারিয়ে নিঃস্ব হয়ে যান তিনি। পরিবারের চার সদস্যকে নিয়ে ভাড়া বাসায় অভাব-অনটনে কাটছিল তার জীবন। পরে স্থানীয়দের পরামর্শে সাপ্তাহিক ১৫শ টাকা কিস্তিতে একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়ে অটোরিকশার ব্যাটারি ও অটো মেরামত করে আবার শুরু করেন রিকশা চালানো। অটোরিকশা চালানোর পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ও করেন রশিদ। বৃহস্পতিবার মাওনার পুকুর পাড় মসজিদের সামনে অটোরিকশা রেখে আসরের নামাজ আদায় করতে গেলে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় চোরচক্র। নামাজ শেষে অটো দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। তার এমন কান্নার খবর শুনে গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ঘটনাস্থলে এসে অটোরিকশার খোঁজ নিচ্ছেন। রিকশাটি না পাওয়া গেলে ওই তাকে নতুন রিকশা কিনে দেবে বলে আশ্বস্ত করেন তিনি।

‘বেঙ্গল টাইগার’ সাকিবকে শুভ জন্মদিন কলকাতার।

ছবি
আইপিএলে এবারও কলকাতার হয়ে খেলবেন সাকিব ছবি: টুইটার  তাসকিন আহমেদ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এই দিনে একজন কিংবদন্তির জন্ম হয়েছিল।’ বাংলাদেশের ক্রিকেটে তিনি কিংবদন্তিই। আজ ২৪ মার্চ, সাকিব আল হাসানের জন্মদিন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়েই তাসকিনের ওই পোস্ট।  সাকিবের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিয়েছে তাঁর আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সও (কেকেআর)।  এক মৌসুম বিরতি দিয়ে আবারও আইপিএলে ফিরছেন সাকিব। কলকাতার ‘ঘরের ছেলে’ হয়ে ওঠা সাকিবকে কেকেআর নিজেদের ফেসবুক পেজে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বাংলায় লিখেছে—‘শুভ জন্মদিন সাকিব! দারুণ একটা দিন কাটুক।’

আর্জেন্টিনার উৎসবের ম্যাচে মেসির ৮০০তম গোল।

ছবি
  কাতারে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। বিশ্বজয়ের পর প্রথমবার মাঠে নেমেছিল লিওনেল মেসির দল। তবে ঘরের মাঠে প্রথমবার ‘তিন তারকাখচিত’ জার্সি পরে উৎসবের প্রীতি ম্যাচে খেলতে নেমেই কঠিন পরীক্ষার মুখে পড়েছিল লে আলবিসেলেস্তেরা। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ পর্যন্ত অবশ্য স্বাগতিকদের আটকে রাখতে পারেনি পানামার ফুটবলাররা। মেসির ইতিহাস গড়ার রাতে প্রত্যাশিত জয়ই তুলে নিয়েছে আকাশি নীল শিবির। শুক্রবার সকালে বুয়েনস এইরেসের এল মনুমেন্তালে ফিফা প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিটে থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। আর নির্ধারিত সময় শেষ হওয়ার একটু আগে ফ্রি কিক থেকে চমৎকার গোলে জয়ের ব্যবধান দ্বিগুণ করেন এলএমটেন। আর্জেন্টিনার উৎসবের এই ম্যাচে গোল করে পেশাদার ফুটবল ক্যারিয়ারে ৮০০ গোলের রেকর্ড স্পর্শ করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর মেসি। এই তালিকায় সবচেয়ে বেশি ৮৩০ গোল করে চূড়ায় আছেন তার দীর্ঘ সময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। এমন কৃতিত্বের দিনে দেশের জার্সিতে মেস

যেভাবে ধরা পড়ল ১৭ কোটি টাকার মদের চালান।

ছবি
এই কনটেইনারে পুরোটাই মদের বোতলছবি: সংগৃহীত  সংযুক্ত আরব আমিরাত থেকে আনা এক কনটেইনার মদের একটি চালান ভিন্ন কৌশলে খালাসের চেষ্টা করছে শিপিং এজেন্ট—জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এমন খবর জানিয়েছিল কাস্টমস কর্মকর্তাদের। সে খবর অনুযায়ী বন্দরেই কনটেইনার খুলে পাওয়া গেছে নানা বিদেশি ব্র্যান্ডের ১৬ হাজার ৮২৪ লিটার মদ।  কাস্টমস কর্মকর্তারা বৃহস্পতিবার এসব মদের বোতল জব্দ করেন। তাঁরা জানান, জব্দ করা মদের শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি ৪৩ লাখ টাকা। অবৈধভাবে খালাসের চেষ্টার মাধ্যমে এই এক চালানে ১৪ কোটি ৯০ লাখ টাকা ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে চক্রটি। এ হিসেবে এই চালানের বাজারমূল্য ১৭ কোটি ৩৩ লাখ টাকা। কাস্টম সূত্র জানায়, ঢাকার বিসমিল্লাহ করপোরেশনের সোডা অ্যাশ ঘোষণায় সংযুক্ত আরব আমিরাত থেকে চালানটি আমদানি করা হয়। অনলাইনে চালানটির প্রাথমিক তথ্য অনুযায়ী, চালানটির শিপিং এজেন্ট ছিল বিএস কার্গো শিপিং এজেন্সি লিমিটেড। কনটেইনারটি কিউএনএস ডিপোতে নেওয়ার কথা ছিল। তবে শিপিং এজেন্ট ডিপো পরিবর্তন করে সিসিটিসিএল ডিপোতে নেওয়ার চেষ্টা করে।  শিপিং এজেন্টের এমন তৎপরতার খবর পৌঁছে যায় এনএসআইয়ের কাছে। দ্রুত তারা কাস্ট

১৮ দিন পরে তাসরিফের মুখে হাসি ফুটল।

ছবি
তাসরিফ খান। ছবি: সংগৃহীত প্রায় তিন সপ্তাহ ধরে একটি প্রশ্নই হাজারবার শুনতে হচ্ছে তরুণ গায়ক তাসরিফ খানকে—ভক্তদের উৎকণ্ঠার সেই প্রশ্ন হলো, ‘ভাই, আপনি কেমন আছেন? দূর থেকে আপনার সুস্থতার জন্য দোয়া ও ভালোবাসা, আপনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসুন।’ সামান্য কয়টি শব্দের এই প্রশ্ন তাসরিফকে অসুস্থতার কথা ভুলিয়ে দেয়। ভক্তদের অন্য রকম এই ভালোবাসা তাঁকে অনুপ্রাণিত করে বেঁচে থাকতে। ভক্তদের হাজারো প্রশ্নেই খুঁজে পান মনের জোর। সেই ভক্তদের জন্য সুখবর জানালেন। ১৮ দিন পরে মুখে হাসি ফুটল তাসরিফের। তাসরিফদের মিরপুরের বাসায় বেশ কদিন ধরেই সেই আগের মতো হাসিখুশি ভাব ছিল না। তাঁর মা–বাবাসহ অন্যদের একমাত্র চিন্তা ছিল তাসরিফের সুস্থতা নিয়ে। তাসরিফও মাঝেমধ্যে ভেঙে পড়লেও সেটা কাউকে বুঝতে দিতেন না। তাসরিফ খান। ছবি: সংগৃহীত নিজেই চেষ্টা করতেন শক্ত থাকার। সেই তাসরিফকে নিয়েই পরিবারের সবার মুখে একটু একটু করে হাসি ফুটতে শুরু করেছে। তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে এখন অনেকটাই সুস্থ। বলা যায়, ৭০ ভাগ সেরে উঠেছি। আমার আত্মবিশ্বাস ছিল দ্রুত সেরে উঠব। সেটাই হচ্ছে। চিকিৎসকেরাও আশাবাদী, আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। তাঁরা জানিয়েছে

ফুটবলকে বিদায় জানালেন ওজিল।

ছবি
মেসুত ওজিল । ছবি : ওজিলের ফেসবুক পেজ থেকে নেওয়া ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন সাবেক জার্মান মিডফিলন্ডার মেসুত ওজিল। এরপর দু বার করে পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন বলে গুজবও রটেছিল। তবে এবার সত্যিই ফুটবলকে গুড বাই বলে দিলেন ৩৪ বছর বয়সী এই তারকা ফুটবলার। আজ বুধবার (২২ মার্চ) এক টুইটবার্তায় ওজিল নিজেই ফুটবল থেকে অবসরের খবরটি জানালেন। ওজিল জানান, অনেক চিন্তা-ভাবনার পর আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করছি।   অবসরের বিবৃতিতে ওজিল বলেন, ‘প্রায় ১৭ বছর ধরে একজন পেশাদার ফুটবলার হিসেবে খেলার সৌভাগ্য হয়েছে আমার। দারুণ সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে কিছু ইনজুরিতে ‍ভুগছিলাম। এটি আরও স্পষ্ট হয়ে উঠেছে যে ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এসেছে।’  সতের বছরের ফুটবল ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন ওজিল। বিদায়বেলায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারকা এই ফুটবলার। ‘আমি ধন্যবাদ জানাতে চাই শালকে, ওয়ের্ডার, চেলসি, রিয়াল মাদ্রিদ, ফেনারবাচে ও বাসাখসেহিরি এবং ফুটবলে আমার সব বন্ধু। এটা অবিশ্বাস্য এক জার্নি ছিল।’ এর আগে, ২০১৮ রাশিয়া

দাম বাড়ায় মিয়ানমারের ছোলা আমদানি করা হচ্ছে না

ছবি
আর মাত্র একটা দিন পর শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রোজার মাস এলে কক্সবাজার অঞ্চলের সাধারণ মানুষের দৃষ্টি থাকে মিয়ানমারের ছোলার দিকে। মিয়ানমারের ছোলা দামে সস্তা ও গুণমানে ভালো। কিন্তু এবার রোজার মাসে মিয়ানমারের ছোলা আমদানি হচ্ছে না। ব্যবসায়ীদের দাবি, মিয়ানমারে ছোলার দাম অনেক বেড়েছে। টেকনাফের কয়েকজন ব্যবসায়ী মিয়ানমারের আকিয়াব শহরে কয়েক শ মেট্রিক টন ছোলা কিনে ফেলে রেখেছেন। লোকসানের শঙ্কায় ছোলাগুলো টেকনাফ স্থলবন্দরে আনা যাচ্ছে না। স্থলবন্দরের শুল্ক কর্মকর্তারাও বলছেন, গত রমজান মাসজুড়ে মিয়ানমার থেকে এক হাজার মেট্রিক টনের বেশি ছোলা, পেঁয়াজ, আদা-রসুন আমদানি হলেও এবার আদা–রসুন ছাড়া ছোলা ও পেঁয়াজ রপ্তানিতে ভাটা পড়তে পারে। আজ বুধবার স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বৈরী পরিবেশেও মিয়ানমার থেকে কাঠ, হিমায়িত মাছ, আদা-রসুন, আচার, মরিচবোঝাই কয়েকটি জাহাজ এলেও এক কেজি ছোলা আসেনি।

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার 3 :00 AM এর প্রতিষ্ঠাতা : কাজি মহিউদ্দিন।

ছবি
ফলোয়ার সংখ্যা প্রায় : 3.8 মিলিয়নের উপরে প্রতিষ্ঠাতা : কাজি মহিউদ্দিন।   বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার সফলতা অর্জন করার জন্য অনেক পরিশ্রম করেছেন। বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বিশ্বাসীদের জন্য নানান ধরনের উক্তি বলে বলেছেন । এসব উক্তি থেকে অনেক কিছু শেখা ও জানার আছে। তাই আপনি যদি সফলতা নিয়ে বাছাই করা উক্তি পেতে চান তাহলে আজকের এই পোস্ট থেকে পেয়ে যাবেন। সফলতা অর্জন করার জন্য প্রথমত প্রয়োজন কাজের প্রতি উৎসাহ অর্জন করা। সফলতা অর্জন করার জন্য কয়েকটি দিক এর উপর খেয়াল রাখতে হয়। কাজের প্রতি জ্ঞান রাখা কঠোর পরিশ্রম ও সৃজনশীলতার সাথে একাগ্রতা। এসব দিক খেয়াল রাখলে সফলতা অর্জন করাটা খুবই সহজ হয়ে যায়। জীবনে সফলতার পাশাপাশি ব্যর্থতাও আসে। তবে এ ব্যর্থতা কে কেন্দ্র করে কাজে থেকে পিছিয়ে পড়া যাবে না।

Arefin Sowrob's Creative Digital Bangladesh making their mark in IT sector..

ছবি
 "I have some friends who have won international awards for their work in IT. In 2016, I used to see them giving a lot of success status with IT on Facebook, then I would be very jealous to see them.

মেসিকে এমবাপ্পের সমান বেতন দিয়ে রাখবে না পিএসজি।

ছবি
লিওনেল মেসিকে কি আদৌ পিএসজি রাখবে? ফরাসি পত্রিকা লে’কিপ গতকাল জানিয়েছিল, ব্যাপারটি নিয়ে নাকি খোদ পিএসজিই নিশ্চিত নয়। তবে দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন অনুযায়ী, পিএসজি মেসিকে রাখার জন্য যে টাকার অঙ্ক প্রস্তাব করবে, সেটি কোনোভাবেই কিলিয়ান এমবাপ্পের সমান হবে না। মেসি কি আর নেই সে মেসি পিএসজির হয়ে সময়টা ভালো যাচ্ছে না মেসির পিএসজির সঙ্গে নতুন চুক্তি নিয়ে মেসি আলোচনা চালিয়ে যাচ্ছে তিন মাস ধরেই। ডিসেম্বরে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জেতার পর থেকে মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। চুক্তি আজ হয়ে যাচ্ছে, কাল হয়ে যাচ্ছে বলে বলে এটা ঝুলেই রয়েছে।  আগেই খবর বেরিয়েছে, অনেক বিষয়েই নাকি পিএসজির সঙ্গে মতে মিলছে না মেসির। তাঁর কিছু ব্যাপারে আপত্তি আছে, আছে নানা শর্তও। আপত্তি দলের পরিকল্পনা নিয়ে। সব পরিকল্পনার কেন্দ্রবিন্দু এমবাপ্পে হওয়ায় মেসি খানিকটা বিরক্তই। তিনি দলের পরিকল্পনায় নিজের অংশীদারত্ব আরও বাড়াতে চান। মোটকথা, মাঠে তিনি রাজা হয়েই থাকতে চান, যেমনটা ছিলেন বার্সেলোনায়, যেমনটা থাকেন আর্জেন্টিনার জার্সিতে। বিশেষ করে দেশকে বিশ্বকাপ জেতানোর পর মেসি যে এমনটা চাইবেন, সেটা তো খুবই স্বাভাব

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি।

ছবি
 সৌদি আরবে আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। খবর আরব নিউজের  সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আজ সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে দেশটির কোনো অঞ্চল থেকে চাঁদ দেখার খবর পায়নি কর্তৃপক্ষ। তাই আগামী বৃহস্পতিবার পবিত্র রমজান শুরু হবে। বাংলাদেশে আগামীকাল বুধবার পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

সোনার দাম ভরিতে ৭৬৯৮ টাকা বাড়ার পর কমছে ১১৬৬

ছবি
সোনার দাম বেড়ে যাওয়ায় জুয়েলারি দোকানে বিক্রি কমে গেছেফাইল ছবি: প্রথম কাগজ   দেশের বাজারে সোনার দাম ভরিতে একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানোর তিন দিন পর কমছে ১ হাজার ১৬৬ টাকা। তাতে ভালো মান, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ৯৭ হাজার ৬২৮ টাকা। দর কমলেও এটি দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার আটটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয়। কাল বুধবার সারা দেশে নতুন দরে সোনার অলংকার বিক্রি হবে। আরও পড়ুন বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণ কী স্বর্ণের বার বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় গত রোববার সোনার দাম ভরিতে একলাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ায় জুয়েলার্স সমিতি। এতে সোনার দাম ভরিতে ৯৮ হাজার ৭৯৪ টাকায় পৌঁছে যায়, যা দেশের ইতিহাসের সর্বোচ্চ। দাম কমায় কাল বুধবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ৬৬ হাজার ৫৪৩ টাকায়। আজ মঙ্গলবার পর্যন্ত হলমার্ক করা ২২ ক্যারেট সোনার ভরি ৯৮ হাজার ৭৯৪ টাকা, ২১ ক্যারেট ৯৪ হাজার ৩০৩, ১৮ ক্যারেট ৮০ হাজার

Interview with Young Entrepreneur Asraful Islam: Sharing his Success Secrets.

ছবি
As a feature of our arrangement, today we have youthful Entrepreneur Asraful Islam, Founder and Director of Go Support BD and Go Interior Farm who will be sharing effective excursion being a business person. His specialized topic is occasion the executives, advertising, online media showcasing and arranging business techniques. He is gifted business visionary by his committed nature.

তোপের মুখে ফেডারেশন।

ছবি
 পুরষ্কারে লাথি মারা পরবর্তী ঘটনায় বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশন ও বহিষ্কৃত জাহিদ হাসান পৃথক ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন। এ অবস্থায় ঘটা করে সাংবাদিক, সম্মেলন ডেকে উল্টো তোপের মুখে পড়ল বডিবিল্ডিং ফেডারেশন। সংবাদ সম্মেলন এমন সময় ডাকা হয়েছে। যখন ঘটনার তদন্ত করছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হলো ফেডারেশন কর্মকর্তাদের। উত্তরে বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বলেন, 'তদন্ত কমিটি এখনো কাজ শুরু করেনি। এ ঘটনা নিয়ে আলোচনা- সমালোচনা চলছে।  এ কারণে বিষয়টি পরিষ্কার করতেই আমাদের এ সম্মেলন। সম্মেলনে সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পাশে ফেডারেশনের কোনো কর্মকর্তা ছিলেন না, উপস্থিত ছিলেন বেশ কয়েকজন বডিবিল্ডার। এ-সংক্রান্ত প্রশ্নের সদুত্তর দিতে পারেননি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। তিনি বলেন, 'আমি আছি, আমার সঙ্গে প্রতিযোগিতার প্রধানবি চারকও আছেন। কয়েকজন বডিবিল্ডারও রাখা হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদ হাসানের বিরুদ্ধে অসত্য তথ্য প্রদান করার অভিযোগ আনেন। বক্তব্যে উল্লেখ করা হয়, জাজরা নিয়ম মেনে সঠিক সিদ্ধান্

রোজার পণ্য আমদানির মানচিত্র বদলে যাচ্ছে।

ছবি
 এক বছর আগেও ইফতারে অস্ট্রেলিয়ার ছোলা ছাড়া বিকল্প ছিল না। কারণ, দেশটি থেকেই আমদানি হয়েছিল সব ছোলা। এবার অস্ট্রেলিয়ার ছোলার সঙ্গে ইফতারের টেবিলে উঠতে পারে ভারতের ছোলাও। কারণ, বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে প্রথমবার রেকর্ড পরিমাণ ছোলা এসেছে ভারত থেকে। এবার রোজার বাজারে যত ছোলা বেচাকেনা হচ্ছে, তার ৪৪ শতাংশই এসেছে দেশটি থেকে। বাংলাদেশে ছোলা আমদানির মানচিত্রে নতুন দেশ হিসেবে যুক্ত হয়েছে ভারত। ভারত বিশ্বের শীর্ষ ছোলা উৎপাদনকারী দেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে, ২০২১ সালে দেশটি ১ কোটি ১৯ লাখ টন ছোলা উৎপাদন করেছে। তবে দেশটিতে চাহিদা বেশি থাকায় সাধারণত ছোলা রপ্তানি হয় কম। কিছু পরিমাণ কাবলি ছোলা রপ্তানি করে তারা। উল্টো দেশের চাহিদা মেটাতে আমদানি করতে হয় তাদের। কিন্তু এবার ফলন ভালো হওয়ায় দেশটি সাধারণ ছোলাও রপ্তানি করছে। বেনাপোল, বাংলাবান্ধা, সোনামসজিদ ও হিলি স্থলবন্দর দিয়েই বাংলাদেশে আমদানি হয়েছে ৬৯ হাজার টন ছোলা। দুই দশকের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার পরে বাংলাদেশের ছোলা আমদানির বিকল্প দেশ ছিল পাকিস্তান, ইথিওপিয়া, রাশিয়া, ইউক্রেনের মতো দেশ। ছোলা আমদানির মানচিত্র থেকে এসব দেশ মুছে গেছে এবার।